নড়াইলে সরকারের সাফল্য ও উন্নয়ন নিয়ে মহিলা সমাবেশ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১২
নড়াইলে সরকারের সাফল্য ও উন্নয়ন নিয়ে মহিলা সমাবেশ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ডিজিটাল অপপ্রচার, গুজব, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য-উন্নয়ন পরিকল্পনা বিষয়ে নড়াইলে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


৪ ফ্রেরুয়ারি, শনিবার জেলা তথ্য অফিসের আয়োজনে বাগবাড়ী মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ।


পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা গণগ্রন্থাগারের সহকারী পরিচালক তাজমুল ইসলাম, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারী পরিচালক দেবাশীষ বাইন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামূল কবির টুকু, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সরকারি কর্মকর্তাসহ দুইশতাধিক নারী-পুরুষ সমাবেশে উপস্থিত ছিলেন।


আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব ফারুক আহমেদ বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ করার জন্য কাজ করছেন তারই সুযোগ্য কন্যা। সেটা আপনারা দেখতে পারছেন দেশের উন্নয়নের মাধ্যমে।


বিবার্তা/শরিফুল/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com