নাজিরপুরে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের মামলা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৬
নাজিরপুরে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের মামলা
পিরোজপুর (নাজিরপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬,৭২,৭৫,৭৬ ও ৯২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।


শনিবার (০৪ ফেব্রুয়ারি ) বেলা ১২ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাস। সার্বিক সহযোগিতা করেন নাজিরপুর থানা পুলিশের একটি দল।


উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ডে ঝুঁকিপূর্ণ ও ফিটনেরবিহীন পণ্য পরিবহন, প্রাইভেট পরিবহন এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানো, চালক ও সহযাত্রীর হেলমেট না থাকার অপরাধে সড়ক পরিবহন আইনে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়। এ সময় ৫ টি মামলায় মোট ৩ হাজার ২শত টাকা জরিমানা করা হয়।


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাস জানান, আমরা সড়ক পরিবহন আইনে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালক ও আরোহী এবং ফিটনেস বিহীন যানবাহন চলাচলের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/ম‌শিউর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com