‘সমতলের মতোই পার্বত্য অঞ্চলের মানুষ দেশের উন্নয়নে ভূমিকা রাখছে’
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩২
‘সমতলের মতোই পার্বত্য অঞ্চলের মানুষ দেশের উন্নয়নে ভূমিকা রাখছে’
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে বান্দরবানের চেহারা পাল্টে দিয়েছেন। পার্বত্য এলাকা এখন আর পিছিয়ে পড়া জনপদ নয়। সমতলের মতোই এখানকার মানুষ দেশের উন্নয়নে সমানভাবে ভূমিকা রেখে যাচ্ছে।


৩ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়া এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দে নব নির্মিত বৌদ্ধবিহার, স্কুল ছাত্রাবাস ও দেশনা ঘর নির্মাণ-কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী।



ভাঙ্গামুড়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দিয়ে বীর বাহাদুর আরো বলেন, ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে পারবে না কেউ। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়তে জানেন, আর বিএনপিসহ অন্যরা তা ধ্বংস করে। পরে তিনি স্থানীয় মানুষের মাঝে সেলাই মেশিন, ক্রিড়া সামগ্রী, শীতবস্ত্র বিতরণ করেন।


২নং কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার অরূপ রতন সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য ক্যাসা প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি পাইহ্লা অং মারমা, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।


এর আগে, মন্ত্রী ভাঙ্গামুড়া এলাকায় পৌছলে এলাকার সর্বস্ত্ররের মানুষ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। সাম্প্রতিক সময়ে দূর্গম কুহালং ইউনিয়নের ভাঙ্গামুড়াসহ বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা, কৃষি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা।


বিবার্তা/আরমান/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com