প্রায় ২ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৫
প্রায় ২ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় সোয়া ২ ঘন্টা বন্ধ থাকার পর, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 


এর আগে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে আখাউড়া স্টেশনের দক্ষিণে রেলগেট এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের ব্রেক শো ভেঙে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 


সন্ধ্যা ৬টার দিকে আটকে পড়া ইঞ্জিন সরিয়ে নিয়ে ৬টা ২৫ মিনিটে পাহাড়িকা ট্রেনটি আখাউড়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। 


জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা এক্সপ্রেস বিকেল ৪ সোয়া চার দিকে আখাউড়া স্টেশন থেকে ছেড়ে আউটারে পৌঁছার পর ব্রেক শো ভেঙে গেলে ট্রেনটি লাইনে দাঁড়িয়ে যায়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেলপথের এবং চট্টগ্রামের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 


বিকাল ৫ টার দিকে অতিরিক্ত একটি ইঞ্জিন দিয়ে ট্রেনের বগিকে ইঞ্জিন থেকে আলাদা করে স্টেশনে ফিরিয়ে আনা হয়। পরে সন্ধ্যা ৬ টার সময় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিনটি আখাউড়া লোকোসেড ফিরিয়ে নেয়া হয়। এতে লাইন চলাচলের জন্য উপযুক্ত হয়। 


এসময় আখাউড়া স্টেশনে চট্টলাসহ দুটি ট্রেন আটকা পড়েছিল। যাত্রীরা অনেকে ট্রেন থেকে নেমে সড়ক পথে গন্তব্যে রওনা হয়। 


আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মোঃ মনির উদ্দিন বলেন, সাময়িক মেরামত করে ইঞ্জিনটি সরিয়ে এনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।


বিবার্তা/আকঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com