কক্সবাজারে আরসা সদস্যসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৯
কক্সবাজারে আরসা সদস্যসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে রামুর চেইন্দায় অবস্থিত র‍্যাব-১৫ সদর ব্যাটালিয়ন এর সামনে চেকপোস্ট বসিয়ে আরসার সক্রিয় সদস্যসহ ওয়ারেন্টভুক্ত দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।


২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার র‌্যাব সূত্রে এই তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আবু সালাম চৌধুরী।


আটককৃতরা হলেন- টেকনাফ উনসিপ্রাং ক্যাম্প নম্বর-২২ এর দিল মোহাম্মদের ছেলে মো. শফিক (৩০) এবং একই ক্যাম্পের রশিদ আহম্মদের ছেলে ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সক্রিয় সদস্য ইসমাইলকে (২৬) গ্রেফতার করা হয়। গত ৩১ জানুয়ারি তাদের আটক করা হয়।


র‍্যাবের সূত্র জানায়, ২০১৭ সাল থেকেই এ পর্যন্ত অধিকাংশ নাশকতা ও সহিংস ঘটনার সাথে রোহিঙ্গা ইসমাইল প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল বলে র‍্যাবের কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃত উভয় আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুন, ঘুম ও অপহরণসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।


বিবার্তা/তাফহীমুল/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com