ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে লাঙ্গলের জয়
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৩
ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে লাঙ্গলের জয়
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও-৩ আসনের (রাণীশংকৈল-পীরগঞ্জ) উপ-নির্বাচনে ১২৮টি ভোট কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ বিজয়ী হয়েছেন।


বুধবার (১ ফ্রেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদের ৫ ও ঠাকুরগাঁও-৩ আসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. মমিনুর আলম বে-সরকারি ভাবে বিজয়ী হাফিজ উদ্দিন আহমেদের নাম ঘোষণা করে ভোটের ফলাফল জানান।


ফলাফল অনুযায়ী মোট ১২৮টি কেন্দ্রে ৯৪০৪৭ ভোট পেয়ে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হাফিজউদ্দীন আহমেদ (লাঙ্গল) বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী একতারা প্রতীকের গোপাল চন্দ্র রায় (স্বতন্ত্র) পেয়েছেন ৫০৩০৯ ভোট।


জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, বুধবার (১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ১২৮টি কেন্দ্রে ভোট শুরু হয় ও বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।


বিবার্তা/বিধান দাস/জেএইচ




সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com