ডিমলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৬
ডিমলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নীলফামারী ডিমলায় নানান আয়োজনের মধ্য দিয়ে ডিমলা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।


সংগঠনটির আয়োজনে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে ডিমলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় আলম প্লাজা হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে মিলিত হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,জনতা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ডিমলা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল লতিফ খাঁন, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান,ওসি (তদন্ত) বিশ্বদেব রায়।


এ সময় ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ডিমলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা,জসিম উদ্দিন নাগর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)এর ডিমলা উপজেলা শাখার সভাপতি সরদার ফজলুল হক,সাধারণ সম্পাদক মহিনুল ইসলাম সুজন,ডিমলা রিপোটার্স ইউনিটির সভাপতি বাদশা সেকেন্দার ভূট্টু,রিপোটার্স ক্লাবের সহ সভাপতি বাসুদেব রায়,ডিমলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক আবু মোতালেব হোসেন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আশিক-উল ইসলাম লেমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম সোহাগ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম,সদস্য-আব্দুল কুদ্দুস,আব্দুল করিম যাদু,সুজন রায়,সফিউল ইসলাম নয়ন,সরদার হযরত আলী,আব্দুর রশিদ লেবু,রাশেদুল ইসলাম রাশেদ,রেজওয়ান ইসলাম,শামিম ইসলাম,রিফাত আজিম সানসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ।


পরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ডিমলা প্রেসক্লাব চত্ত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


প্রসঙ্গত, ১৯৮৫ সালে ডিমলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়।


বিবার্তা/সুজন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com