সিলেট পাসপোর্ট অফিসে অভিযান, ৪ ‌দালালকে কারাদণ্ড
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ২১:৪৬
সিলেট পাসপোর্ট অফিসে অভিযান, ৪ ‌দালালকে কারাদণ্ড
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালালির অভিযোগে চারজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় চার দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।


দণ্ডপ্রাপ্তরা হলেন- কিরন দেবনাথ (৫৬), মো. আব্দুল মতিন (৪৯), মো. রাজু আহমদ (৪০) ও পিয়াস মিয়া (২৪)।


অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার শাহিনা আক্তার। তাকে সহযোগিতা করেন র‍্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান ও সহকারী পুলিশ সুপার আফসান আলমসহ র‍্যাবের একটি দল।


অভিযানের সময় আরও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক।


বিবার্তা/আলমাছ/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com