রাজবাড়ীতে গম চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ২০:৪৫
রাজবাড়ীতে গম চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অনুকূল আবহাওয়া ও ভাল দাম পাওয়ায় এবছর রাজবাড়ী জেলার কৃষকরা গম চাষে ঝুঁকছেন। তারা বলছে ধানসহ অন্য ফসলের চেয়ে গম চাষে সেচ কম লাগে এবং খরচও কম।


রাজবাড়ী জেলা কৃষি অফিসের হিসেব মতে, চলতি মৌসুমে জেলায় ১১ হাজার ৯৮৬ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। গত বছরে চাষ হয়েছিল ৩ হাজার ৫৬ হেক্টরে। এবছরে গম চাষে বাম্পার ফলনের আশা করছেন চাষীরা।


এ বছর জেলার বালিয়াকান্দি উপজেলায় ৪ হাজার ১৮০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে, যা কিনা গত বছরের চেয়ে ২ হাজার ৩০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। এছাড়া পাংশায় ২ হাজার ৫৭১ হেক্টর জমিতে চাষ হয়েছে, বিগত বছরের চেয়ে ১ হাজার ৭১ হেক্টর জমিতে বেশি। গোয়ালন্দ উপজেলায় এ বছর ১ হাজার ১৮৫ শত হেক্টর জমিতে আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ৫ হেক্টর বেশি। কালুখালি উপজেলাতে এ বছর ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ২০০ হেক্টর জমিতে বেশি। তবে অন্য চিত্র সদর উপজেলার, সেখানে এ বছর ২ হাজার ৬০০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে যা গত বছরের চেয়ে ২৫০ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে।


বালিয়াকান্দি উপজেলার ঘিকমলা গ্রামের কৃষক রফিক মন্ডল জানান, গত বছর তিনি ২২ শতক জমিতে গম চাষ করেছিলেন।ফলন পেয়েছিলেন ৭ মণ। এ বছরে একই পরিমাণ জমিতে গম চাষ করেছেন তিনি। আশা করছেন আগের চেয়ে ফলন ভাল পাবেন।


নারুয়া গ্রামের কৃষক সদর আলী জানান, গত বছর তিনি ৫০ শতক জমিতে গম চাষ করে ফলন পেয়েছিলেন ২২ মণ। এ বছর ১ একর জমিতে গম চাষ করেছেন। আবহাওয়া ভাল রয়েছে। তাই এ বছর বাম্পার ফলনের আশা করছেন তিনি।


বালিয়াকান্দি সদর ইউনিয়নের জয়নাল আবেদিন জানান, গত বছর তিনি ৪ বিঘা জমিতে গম চাষ করেছিলেন। ভাল ফলন ও দাম পাওয়ায় এ বছর ২ একর জমিতে গম চাষ করেছেন।


পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কৃষক শহিদুল ইসলাম জানান, এবার তিনি উচ্চ ফলনশীল জাতের বারি গম-৩৩ চাষ করেছেন। দাম ভালো থাকায় লাভের আশা করছেন তিনি।


কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলকান্দা গ্রামের কৃষক সবুর শেখ বলেন,গত বছর ২৬ শত জমিতে গমের আবাদ করেছিলাম।এ বছর কৃষি অফিস থেকে সহযোগিতা করেছে তাই ৭০ শত জমিতে গমের চাষ করেছি। মাঠে ফসলের অবস্থা ভাল। আশা করছি অন্য ফসলের তুলনায় অনেক বেশি লাভ হবে।


রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রাসুল বলেন, অন্য ফসল থেকে গম চাষ লাভজনক হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। সেই সাথে আমরা প্রদর্শনী প্লাট করে কিছু কিছু চাষীদের সার ও গমের বীজ বিনামূল্যে প্রদান করে আসছি। তাছাড়া এ বছরে গম চাষের উপর কৃষকের প্রশিক্ষণ প্রদান করেছি। সরকারি সকল সুযোগ-সুবিধা, কৃষকদের মাঝে প্রদান করা হয়েছে।


বিবার্তা/মিঠুন/এমএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com