নাফ নদীর কেওড়া বাগানে মিলল ১ লাখ ইয়াবা
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:৫৫
নাফ নদীর কেওড়া বাগানে মিলল ১ লাখ ইয়াবা
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর কেওড়া বাগানে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। যার আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।


শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।


টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মো. ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান , শনিবার রাতে টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধীনে টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে আনুমানিক ৮০০ মিটার পূর্বদিকে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান এলাকায় মাদকের একটি চালান বাজারজাত করার উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি করা হয়।


পরে কালো প্লাস্টিক দিয়ে মোড়ানো একটি কার্টুনের ভেতর ১০টি প্যাকেট থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।


তিনি আরো জানান, ঘণ্টাব্যাপী চলা অভিযান থেকে চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা যায়নি।অপরাধীদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। এবং উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো ধ্বংস করা হবে বলেও জানান তিনি।


বিবার্তা/তাফহীমুল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com