সেন্টমার্টিনে রিসোর্ট নির্মাণ বন্ধ করে দিল প্রশাসন
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১৭:১২
সেন্টমার্টিনে রিসোর্ট নির্মাণ বন্ধ করে দিল প্রশাসন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা আটটি পর্যটন রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।


শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করে স্থানীয় উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল ট্যুরিস্ট পুলিশ।


পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ২৫ ও ২৬ জানুয়ারি এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


অভিযানকালে সেন্টমার্টিন এলাকার কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কেয়াবনের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে তাঁদের সতর্ক করা হয়। এ ছাড়া কচ্ছপের প্রজনন এলাকা নিরাপদ রাখার জন‍্য উপকূলে রাতের বেলায় সব ধরনের বাতি বন্ধ রাখতে বলেছে পরিবেশ অধিদপ্তর।


সেন্টমার্টিন দ্বীপে কর্মরত পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, ইদানীং দ্বীপে অবৈধভাবে রিসোর্ট নির্মাণ আবারও বেড়ে গেছে। গত সপ্তাহে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত অন্য এক অভিযানে আরো ৯টি অবৈধ রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এ ছাড়াও জীববৈচিত্র্য রক্ষার্থে কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের কেয়াবনের কোনো প্রকার ক্ষতি না করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়।


বিবার্তা/তাফহীমুল/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com