ঢামেকে প্রতারক চক্রের খপ্পরে বৃদ্ধা, উদ্ধার করল জনতা
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ১৮:৫১
ঢামেকে প্রতারক চক্রের খপ্পরে বৃদ্ধা, উদ্ধার করল জনতা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) প্রতারকের খপ্পরে পড়ে জায়েদা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার কানের দুল ও টাকা হারিয়েছেন। এ ঘটনায় প্রতারক বিপ্লবকে (৪৫) পথচারীরা ধরে মারধর করে পুলিশ ক্যাম্পে দেয়। টাকা এবং দু’টি স্বর্ণের দুল উদ্ধার করে পুলিশ।


২৫ জানুয়ারি, বুধবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জয়দা খাতুনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।


জয়দা খাতুন বিবার্তাকে বলেন, চিকিৎসা নিতে এসে মেডিকেল ক্যান্টিনের সামনে প্রতারক বিপ্লবের সাথে দেখা হয়। সে বিভিন্ন কথা বলে কৌশলে আমার কানের দুল এবং সাথে থাকা ২২‘শ টাকা কেড়ে নেয়। পরে ওই প্রতারক চলে যাওয়ার সময় আমি চিৎকার দিলে মেডিকেলের আশেপাশের লোকজন তাকে ধরে ফেলে এবং তাকে ক্যাম্পে নিয়ে যান।


ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিকেলে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়, এমনটি অহরহ ঘটছে। কেউ রোগী দেখাতে এসে আবার কেউ চিকিৎসা নিতে এসে প্রতারক বা ছিনতাইয়ের কবলে পড়ছেন। আবার ওয়ার্ডে ভর্তি রোগীদের কাছ থেকে আলাপ জমিয়ে কৌশলে ভ‍্যানিটি ব‍্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায় প্রতারক চক্র।


তিনি জানান, মহিলার সাথে যে ঘটনা ঘটেছে, সেটা ছিনতাই নয়। বরং সেটাকে না প্রতারণা বলা যায়। ওই প্রতারককে ধরে ফেলায় মহিলার ২২‘শ টাকা এবং দু’টি স্বর্ণের দুল উদ্ধার করা হয়েছে। সেই সাথে প্রতারক বিপ্লবকে শাহাবাগ থানার এসআই সুব্রতের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/বুলবুল/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com