রাজধানীতে কমছে না চুরি, আসামি গ্রেফতারও কম: ডিএমপি কমিশনারের উদ্বেগ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ২২:১০
রাজধানীতে কমছে না চুরি, আসামি গ্রেফতারও কম: ডিএমপি কমিশনারের উদ্বেগ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে অন্যান্য অপরাধ কমলেও চুরি কমছে না কেন সেই প্রশ্ন তুলেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। সেই সঙ্গে থানায় মামলা হলেও সেই অনুপাতে আসামি গ্রেফতারও কম বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।


১৮ জানুয়ারি, বুধবার ডিএমপি সদর দফতরে আয়োজিত গত ডিসেম্বরের মাসিক অপরাধসংক্রান্ত সভায় এই উদ্বেগ প্রকাশ করেন ডিএমপি কমিশনার।


তিনি বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজধানীতে চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তা বন্ধ করতে হবে। চুরি প্রতিরোধে বাসাবাড়ি ও পাড়া-মহল্লায় স্থাপিত সিসি ক্যামেরা ডিএমপির মনিটরিং ব্যবস্থার আওতায় আনতে হবে।


অপরাধ যাতে না বাড়ে সেজন্য পুলিশ কর্মকর্তাদের সক্রিয় থাকার নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশকে অবশ্যই জনগণের আশ্রয়স্থল হিসেবে কাজ করতে হবে। ভালো আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।


বিবার্তা/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com