নোয়াখালীতে অ্যাকশনে গণপূর্ত বিভাগ, অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৪৯
নোয়াখালীতে অ্যাকশনে গণপূর্ত বিভাগ, অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীর মাইজদীতে সরকারি জায়গায় নির্মাণকারা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে গণপূর্ত অধিদফতর।


১৬ জানুয়ারি, সোমবার দুপুর আড়াইটা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এই অভিযান। এসময় মাইজদী ফ্ল্যাট রোর্ডের দুই পাশের অর্ধশতাধিক দোকানপাট ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।



গণপূর্ত অধিদফতরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদীর সোনালী ব্যাংক এলাকা থেকে বকশি মিজির পুল পর্যন্ত অন্তত আধা কিলোমিটার এলাকায় প্রধান সড়কের দুই পাশে শতাধিক ব্যক্তি সরকারি সম্পত্তি দখল করে দোকানপাট নির্মাণ করে। কেউ কেউ একসনা বন্দোবস্ত নিয়ে বহুতল ভবন নির্মান করেছে, কেউ সামনের অংশ বন্দোবস্ত নিয়ে পিছনে ৬০ থেকে ৭০ ফুট পর্যন্ত দখল করেছে। আবার কেউ কেউ কোন প্রকার বন্দোবস্ত ছাড়াই বাঁশ-কাঠ দিয়ে খুপড়ি ঘর তুলেছে। এ বিষয়ে দখলকারীদের নোটিশ করলেও তারা স্থাপনা সরায়নি। সর্বশেষ গত শনিবার মাইকিংও করা হয়। এক পর্যায়ে বাধ্য হয়ে অভিযানে নামে গণপূর্ত বিভাগ।


অভিযানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশসহ গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সবুজ/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com