ভোলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ২১:৫৪
ভোলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় মৃদৃ শৈত্যপ্রবাহ বিরাজ করছে, শীতের তীব্রতায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মুনতাহা (৪ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ।


নিহত শিশু মুনতাহা ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের আসলামপুর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে। ভোলা সদর হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।


বিশেষ করে শিশুদের নিউমোনিয়া আক্রান্তের হার অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় ভোলায় নতুন করে জেলা সদর হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ১৭ জন ভর্তি হয়েছে।


এছাড়াও জেলায় গত এক সপ্তাহে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৩৭ শিশু। বর্তমানে সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে চিকিৎসাধীন আছে ৬২ শিশু। যাদের বেশিরভাগ নিউমোনিয়া আক্রান্ত।


এদিকে গত কয়েকদিন ধরে ভোলায় মৃদৃ শৈত্যপ্রবাহ বিরাজ করছে। এ কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীত কষ্টে ভুগছেন বাঁধের ওপরের ও নদী পাড়ের বাসিন্দারা।


ভোলা আবহাওয়া অফিসের অবজারভার মো. মাহবুব রহমান জানান, ভোলায় দিনের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ঘণ্টায় ৩ নটিক্যাল।


আজ শনিবার সকাল গড়িয়ে দুপুর বয়ে গেলেও মেলেনি সূর্যের দেখা, ঘন কুয়াশায় মোড়ানো ছিল বিস্তীর্ণ জনপদ। হাড়কাঁপানি শীতে চরম দুর্ভোগে পড়েছেন হত দরিদ্র মানুষ। বেশিরভাগ দিনমজুর কাজে যেতে পারছেন না। জেলা প্রশাসনের বরাদ্দকৃত শীতবস্ত্র প্রয়োজনের তুলনায় অপ্রতুল থাকায় সবার ভাগ্যে জোটেনি গরম কাপড়।


এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন বলেন, জেলায় ৩০ হাজার পিস কম্বল বরাদ্দ হয়েছে। যা অসহায় দুস্থ এবং ষাটোর্ধ্বদের মাঝে বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ পেলে বিরতণ করা হবে।


বিবার্তা/শাহীন/এমএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com