ভোলায় অতিরিক্ত ঘুমের ঔষুধ খেয়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
ভোলায় অতিরিক্ত ঘুমের ঔষুধ খেয়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার দৌলতখানে অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে নাজমা (৩৪) নামে এক ভারসাম্যহীন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।


সোমবার (২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অসচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মৃত নাজমা দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চর খলিফা গ্রামের দিনমজুর নিরব হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।


মৃত নারীর পরিবার সূত্রে জানা যায়, গত ৩-৪ বছর ধরে নাজমা মানসিক ভারসাম্যহীন হয়ে জীবন-যাপন করছে। তার মাথায় মানসিক সমস্যা ছিল। ভোলা, বরিশাল ও ঢাকায় তাকে বহুবার ডাক্তার দেখানো হয়েছিল। ডাক্তারের দেয়া ঔষধ (ঘুমের ওষধও ছিল) সে নিয়মিত সেবন করতো।


সোমবার সকালে তার প্রচন্ড মাথা ব্যথা হয়। কোনো উপায়ন্তর না পেয়ে খালি পেটে সে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিবার্তা/কামরুজ্জামান/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com