
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১কেজি গাঁজা সহ জিয়াউল হক (৫২) নামে একজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।
সোমবার (৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ভাগজোত পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদক সহ তাকে আটক করা হয়।
আটক মাদক কারবারি জিয়াউল হক উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন সোনাতলা গ্রামের আজগর আলীর ছেলে।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ আশ্রয়ন বিওপি’র নায়েব সুবেদার আব্দুর রহমানের নেতৃত্বে বিজিবি’র টহল দল ১৫৩/১০-এস সীমান্ত পিলার হতে ২.৫ কি. মি. বাংলাদেশ অভ্যন্তরে ভাগজোত পূর্বপাড়া গ্রামে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১কেজি গাঁজা ও মাদক পাচারে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ মাদক কারবারি জিয়াউল হককে আটক করে। উদ্ধার করা মাদকের সিজার মূল্য ১ লক্ষ ৪ হাজার ৭০০ টাকা নির্ধারণ করে মাদক আইনে মামলা দিয়ে তাকে দুপুরে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান হয় বিজিবি’র পক্ষ থেকে।
বিবার্তা/শরীফুল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]