
কক্সবাজারের মহেশখালীতে পুকুরে ডুবে আলিফা (৩) ও তাহলিছা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে মহেশখালী পৌরসভার ৫নং ওয়ার্ডে পূর্ব ঘোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা শফি আলমের কন্যা আলিফা (৩) ও রিয়াজুল করিমের কন্যা তাহলিছা (৪)।
মহেশখালী পৌরসভার কাউন্সিলর মনজুর আলম জানান, শিশু দুটির মায়েরা যখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন তখন বাড়ির পাশের উঠুনে খেলা করছিল তারা। হঠাৎ সবার অজান্তে মির কাশেমের পুকুরে গোসল করতে নেমে পড়ে তারা। এরই মধ্যে শিশু দুটিকে খোঁজাখুজি করছিল বাড়ির সদস্যরা। পরে স্থানীয়রা জাানয় শিশু দুটির মরদেহ পুকুরে পানিতে ভাসছে। তাৎক্ষণিকভাবে আলিফা ও তাহলিছাকে পুকুর থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী বলেন, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মৃত্যু নিয়ে তাদের পরিবারের অভিভাবকদের কোন অভিযোগ নেই।
বিবার্তা/তাফহীমুল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]