
বাগেরহাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শামীম হাওলাদার (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
২৯ নভেম্বর, মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামীম বাগেরহাট সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এলাকার ফিরোজ হাওলাদারের বাড়ির সামনে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি আঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে শামীম মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানিয়েছেন, এ ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের আটকে পুলিশের অভিযান চলছে।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]