
লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসন এমপি বলেছেন, আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে সবাইকে একহয়ে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ মে) হাতীবান্ধা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদফতরের উদ্যোগে দোলাপাড়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন শেষে আলোচনা সভা তিনি এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ, বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামান সোহেল, গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমূখ।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় অধিদফতরের উদ্যোগে বড়খাতা ইউপি দালাপাড়া প্রাইমারী স্কুল মোড় হতে পিলখানা পাঁকা রাস্তা পর্যন্ত ১০০০মিটার ও গড্ডিমারী ইউপির সীমান্ত বাজার পাঁকা রাস্তা হতে ক্যানেল পার পর্যন্ত ৫০০ মিটার রাস্তার এইচবিবিকরণ প্রকল্পের কাজের উদ্বাধন করেন।
বিবার্তা/তমাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]