
সিরাজগঞ্জের রায়গঞ্জে পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে লেগুনার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো ৫ জন আহত হয়েছেন। বুধবার (২৫ মে) দিনগত রাত ২টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের রায়গঞ্জের সলঙ্গার রামারচরে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, রাত ২টার দিকে ঢাকাগামী একটি ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ ঘটনায় আহত হন বেশ ক'জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভোরের দিকে হাটিকুমরুল সাখাওয়াত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এদিকে সলঙ্গা থানা পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই লেগুনার যাত্রী এবং ধান কাটার শ্রমিক ছিলেন।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]