
রাজবাড়ী সদরে ট্রেনে কাটা পড়ে আনন্দ সরকার (৫৫) নামের এক মৎসজীবী নিহত হয়েছে। রবিবার (২২ মে) সকাল ৮ টার দিকে উপজেলার ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী শাটল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনন্দ সরকার পৌর সভার ৮ নং ওয়ার্ডের সুবল চন্দ্র সরকারের ছেলে। তিনি খালে-বিলে মাছ ধরে সংসার চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ট্রেন আসলে আনন্দ সরকার ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এ সময় তার মৃত্যু হয়। পারিবারিক কলহ বা অসুস্থতার কারণে তিনি এমন কাজ করে থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
জিআরপি থানার এস আই মো. আসাদুজ্জামান জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিবার্তা/মিঠুন/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]