
বগুড়ার গাবতলীতে পুকুরের পানি ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যার পৌনে ৭টার দিকে উপজেলার তারাবাইশা গ্রামে এ ঘটনা ঘটে। তার সম্পর্কে চাচাতো ভাই-বোন।
মৃত মিরাজ (৫) উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের ওই গ্রামের মেহেদী হাসানের ছেলে ও আয়েশা সিদ্দিকা (৫) একই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, বিকেলে ঝড়ো বাতাসের মধ্যে বাড়ির পাশের গাছে আম কুঁড়াতে যায় মিরাজ ও আয়েশা। পরে সন্ধ্যা হয়ে এলেও শিশু দু’টি বাড়ি ফিরে না আসায় খোঁজতে বের হয় পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ওই দুই চাচাতো ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]