
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশের পরিদর্শক বানিউল আনাম বলেন, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে শেরপুর থেকে সিরাজগঞ্জগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালক ও ৪ যাত্রীসহ মোট ৫ জন ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, আহত একজনকে জরুরি ভিত্তিতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। মরদেহগুলো শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/রাহেনুর/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]