শিরোনাম
ভোলায় ২৫ মণ জাটকা ইলিশ জব্দ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ১৯:৫৪
ভোলায় ২৫ মণ জাটকা ইলিশ জব্দ
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার তজুমদ্দিনে ২৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে শশীগঞ্জ মৎস্যঘাট ও চৌমুহনী মৎস্যঘাটে এ অভিযান চালানো হয়। তজুমদ্দিনের ইউএনও মরিয়ম বেগমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।


তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে ইউএনও মরিয়ম বেগমের নেতৃত্বে শশীগঞ্জ ও চৌমুহনী মৎস্যঘাটে অভিযান চালানো হয়। এসময় চৌমুহনী মৎস্যঘাটে থেকে ২৫মণ জাটকা ইলিশ মাছসহ মিজানুর রহমান নামের এক আড়ৎদারকে আটক করেন। পরে জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ বোডিং ও স্থানীয় গরীব অসহায়দের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত আড়ৎদার মিজানুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


এ তথ্য নিশ্চিত করে তজুমদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, বিক্রি ও মজুদ সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ অভিযান ৩০ জুন পযর্ন্ত অব্যাহত থাকবে।


বিবার্তা/কামরুজ্জামান/আশিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com