শিরোনাম
সিলেটে ৮ দফা দাবিতে আন্দোলনে ফুডপান্ডার রাইডাররা
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ২০:২৭
সিলেটে ৮ দফা দাবিতে আন্দোলনে ফুডপান্ডার রাইডাররা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিলেটে আন্দোলনে নেমেছেন ফুডপান্ডার রাইডাররা। আট দফা দাবি আদায়ে তারা রবিবার (৯ জানুয়ারি) নগরীতে মিছিল ও ফুডপান্ডা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এছাড়া স্বেচ্ছায় কর্মবিরতিতে যাওয়া রাইডারদের বন্ধ আইডি দ্রুত খুলে দেয়ার দাবি জানিয়েছেন তারা।


রবিবার দুপুর ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার ও বারুতখানাসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরাবাজারে ফুডপান্ডা অফিসের সামনে গিয়ে শেষ হয়।


পরে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন ও অবস্থান কর্মসূচি পালন করেন। রাইডারদের ৮ দফা দাবি হচ্ছে-


ডেলিভারি চার্জ বাড়ানো, ব্যাচ অনুযায়ী ডেলিভারি চার্জ চার্ট আকারে অফিসের দেওয়ালে টানানো, প্রত্যেক রাইডারকে ১ বছর মেয়াদে একটি করে ব্যাগ ও দুটি টি-শার্ট বিনামূল্যে দেয়া, ১৮ বছরের নিচে কোনো রাইডার নিয়োগ দেয়া যাবে না, কাস্টমারের কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো রাইডারকে শাস্তি দেয়া যাবে না, প্রত্যেক রাইডারকে পরিচয়পত্র দিতে হবে, মোবাইলে ত্রুটির কারণে ফোন পরিবর্তন করলে সেই রাইডারকে অবগত না করে বরখাস্ত করা যাবে না এবং ওয়ালেটের টাকার লিমিট বাড়াতে হবে।


‘ফুডপান্ডা রাইডার সিলেট জোন’র উদ্যোগে পালিত এ কর্মসূচিতে ২ শতাধিক রাইডার উপস্থিত ছিলেন।


বিবার্তা/এসএফ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com