শিরোনাম
রাজধানীতে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২১, ১৩:০২
রাজধানীতে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে ট্রেনের ধাক্কায় মহরম আলী (৬৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় তেজগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহতের মেয়ের স্বামী মাছুম বলেন, আমার শ্বশুর নাখালপাড়া এলাকায় ভ্যানে করে কাঁচামাল বিক্রি করতেন। আজ সকালে নাখালপাড়া এলাকার হোসেন স্কুলের সামনের রেল লাইন পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় ট্রেনের ধাক্কায় মহরম আলী গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তিনি আরো জানান, মহরম আলী নাখালপাড়া হোসেন আলী স্কুলের পাশে ১৫৪/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার সদাগরকান্দি গ্রামে। তিনি ওই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।


বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com