শিরোনাম
ছাদের পলেস্তরা খসে ৩ নারী প্রশিক্ষণার্থী আহত
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১৭:৫৯
ছাদের পলেস্তরা খসে ৩ নারী প্রশিক্ষণার্থী আহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পরিত্যক্ত ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ে আধুনিক দর্জি বিজ্ঞান প্রশিক্ষণের ৩ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।


রবিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওই ভবনে থাকা আরো পাঁচটি সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীসহ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আসা নারী প্রশিক্ষণার্থীরা চরম আতঙ্কে রয়েছে।


আহতরা হলেন- উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের গওছেল আজমের স্ত্রী ফিরোজা খাতুন (২৫), মোয়াজ্জেম খানের স্ত্রী কহিনুর বেগম (৩০) ও বাবুলতলা গ্রামের মিনা আক্তার (২০)।


আহতদের মধ্যে মিনা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। আর অন্য দুজন এখনও চিকিৎসা গ্রহণ করছেন।


সরেজমিন গিয়ে দেখা যায়, মহিলা বিষয়ক অধিদফতরের পুরো অফিসের ছাদই ফাটল ধরেছে। খসে পড়ছে পলেস্তরা । প্রশিক্ষণ কক্ষে গিয়ে দেখা যায় ছাদের পলেস্তরা খসে মেঝেতে পড়ে আছে। ভয়ে কেউ কক্ষে প্রবেশ করছে না। প্রশিক্ষণার্থী নারীরা অফিসের বারান্দাতে সারিবদ্ধ ভাবে বসে আছে। মহিলা বিষয়ক কর্মকর্তা আহত তিন নারীর চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন।


মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন গণমাধ্যম কে বলেন, দীর্ঘদিন ধরেই আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনে ঝুঁকি নিয়ে কাজ করছি। বিষয়টি বেশ কয়েকবার কর্তৃপক্ষকে বলেছি। আজ সকালে প্রশিক্ষণ চলাকালীন সময়ে ছাদের পলেস্তরা খসে প্রশিক্ষণার্থীদের মাথার ওপর পড়ে। এতে তিনজন মারাত্মক আহত হয়েছেন। তবে আশার কথা হলো উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্যার আমাদের দ্রুতই এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন বলে জানিয়েছেন।


উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান বলেন, ঘটনাটি শোনার পরই আমি দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে কথা বলেছি। খুব দ্রুতই তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হবে।


উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ বলেন, কোর্ট বিল্ডিংটি অনেক পুরাতন এবং ওটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে অনেক আগেই। আমরা খুব দ্রুতই তাদেরকে নিরাপদ জায়গায় ফিরিয়ে আনব।


বিবার্তা/মিঠুন/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com