শিরোনাম
সন্ধ্যায়ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ১৯:০০
সন্ধ্যায়ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজট
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+


সিরাজগঞ্জ থেকে গাড়ি টানতে না পাড়ায় ও রাতে ফেরিঘাট বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ১৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বিষয়টি এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াছিন আরাফাত নিশ্চিত করেছেন।


এতে ভোগান্তিতে পড়েছে মহাসড়কের চলচাকারী যানবাহনের চালক ও যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি পোহাতে হচ্ছে।


পুলিশ জানায়, সিরাজগঞ্জের নলকা ব্রীজের এক লেনে কাজ চলমান রয়েছে। তাই ব্রীজ দিয়ে স্বাভাবিক গতি গাড়ি টানতে পারছে না। এছাড়াও পাটুরিয়া, দৌলদিয়া ফেরিঘাট বন্ধ থাকায় পশ্চিমাঞ্চলের সব গাড়ি সেতু রোডে প্রবেশ করেছে।। এতে গতকাল বুধবার থেকে সিরাজগঞ্জে যানজটের সৃষ্টি হয়। সেই যানজট বৃহস্পতিবার ভোর থেকে টাঙ্গাইল অংশে এসে পৌছায়। গাড়ি টানতে না পারায় রাত থেকে কয়েক দফায় টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছে পুলিশ।


ট্রাক চালক আজাদ মিয়া বলেন, মহাসড়কে তীব্র যানজট। ভ্যাপসা গরমে গাড়িতে বসে থাকতে খুব কষ্ট হয়েছে। দুপুরের পর দুই কিলোমিটার এলাকা আসতে প্রায় দুই ঘন্টা সময় লেগেছে।


পাবনাগামী গার্মেন্টস কর্মী প্রকাস চন্দ্র বলেন, শুক্রবার আমাদের শেষ পূজা। তাই ঢাকা থেকে সাপ্তাহিক ছুটিতে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে। তিন ঘন্টায় এলেঙ্গা থেকে জোকার চর আসছি। আমার ছোট মেয়েটির খুব কষ্ট হচ্ছে।


বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ও‌সি (তদন্ত) মো. সা‌হেদুল ইসলাম ব‌লেন, ভোর থে‌কেই বঙ্গবন্ধু সেতু‌পূর্ব টোলপ্লাজায় উত্তরবঙ্গগামী লে‌নে টোল আদায় বন্ধ ছিল। এ‌তে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে গা‌ড়ির চাপ বে‌ড়ে গি‌য়ে যানজটের সৃ‌ষ্টি হয়। ত‌বে সকাল ৯টার পর টোল আদায় শুরু হ‌লে ধীরগ‌তি‌তে প‌রিবহন চলাচল কর‌ছে।


বিবার্তা/তোফাজ্জল/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com