শিরোনাম
সাপাহারে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ১৫:৩৯
সাপাহারে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর সাপাহারে গ্রামীণফোন অফিসের নগদ টাকা ও মালামাল চুরির ঘটনায় আন্ত:জেলা চোর চক্রের ৩ জন সক্রিয় চোরকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতাররা হলেন- পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বৌলাকান্দা গ্রামের শহীদ মাঝির ছেলে মাইনুল ইসলাম (২৫), ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাকপুর মির্দাবাড়ী গ্রামের শাহ আলমের ছেলে মামুন (৩২) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মোকামবাড়ী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইমরান (২৩)।


থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, গত আগস্ট মাসের ২৩ তারিখে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের পার্শ্বে মরহুম দুলাল চৌধুরী’র বাড়ীর নিচতলায় সংরক্ষিত গ্রামীণফোনের মালামাল বিক্রয়ের নগদ ১৬ লাখ ৬০ হাজার ৯০৪ টাকা ও ১০ লাখ ৭৯ হাজার ৮০ টাকার মালামাল চুরি হয়।


জানা গেছে, ওই ঘটনার প্রেক্ষিতে এএসপি প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশনায় থানার ওসির নেতৃত্বে সোমবার (১১ অক্টোবর) এসআই মানিক সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ভোর সোয়া ৫টায় টঙ্গী পশ্চিম থানা ও সকাল ৬টা ১০ মিনিটে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানায় দুটি পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।


বুধবার (১৩ অক্টোবর) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com