শিরোনাম
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার বিজয়
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ১১:২৮
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার বিজয়
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) ভানু লাল রায় ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা শ্রমিক লীগ নেতা প্রেমসাগর হাজরা আনারস প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ২৮৩ ভোট।


অপর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের সভাপতি আফজাল হক (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১২ হাজার ৪৪৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রব (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৭৯৪ ভোট।


বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর হোসেন ফলাফল ঘোষণা করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশাল এ বিজয়ে মিষ্টি বিতরণ করছেন ভানু লাল রায়ের কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীরা। ভানু লাল রায়ের গলায় পরিয়ে দিচ্ছেন ফুলের মালা।


শ্রীমঙ্গল উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন। প্রদত্ত ভোটের সংখ্যা এক লাখ ৬ হাজার ৫৪৯। বৈধ ভোটের সংখ্যা এক লাখ ৪ হাজার ৮২৮। বাতিলকৃত ভোটের সংখ্যা ১৭২১।


বৃহস্পতিবার (৭ অক্টোবর) শ্রীমঙ্গলের ১টি পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের ৮০টি ভোট কেন্দ্রের ৫৭৯টি বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের ভানু লাল রায়, চা শ্রমিক সন্তান ও উপজেলা শ্রমিকলীগের নেতা প্রেম সাগর হাজরা (আনারস প্রতীক), কৃষকলীগের সভাপতি আফজাল হক (ঘোড়া প্রতীক) এবং জাতীয় পার্টি থেকে (লাঙ্গল প্রতীক) নিয়ে মিজানুর রব প্রতিদ্বন্দ্বীতা করেন।


শ্রীমঙ্গল উপজেলার মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ৯১৬ জন । এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৯৫ জন এবং নারী ভোটার রয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭২১ জন।


উল্লেখ্য, গত ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের টানা ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রনধীর কুমার দেব-এর মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়। পরবর্তীতে নির্বাচন কমিশন শূন্যপদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com