শিরোনাম
ঝিনাইদহে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৪
ঝিনাইদহে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘জলাতঙ্ক ভয় নয়, সচেতনতায় জয়’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে জেলা প্রাণী সম্পদ বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের আরাপপুর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রাণিসম্পদ বিভাগের অফিসে গিয়ে শেষ হয়।


পরে অফিস মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।


জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ভেটেরিনারী কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী, হরিণাকুন্ডু উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, শৈলকুপা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মামুন খাঁন, সদর উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার তারেক মুসাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।


এসময় বক্তারা জলাতঙ্ক ভাইরাস বহণকারী প্রাণি থেকে আঁচড় বা কামড়ানোয় আক্রান্ত হলে গুড়, থালা, পানিপড়ার নামে অপচিকিৎসা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেয়ার আহবান জানান।


বিবার্তা/কোরবান/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com