শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটির কোন কেন্দ্রে কত টিকা দেয়া হবে
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৬
ঢাকা দক্ষিণ সিটির কোন কেন্দ্রে কত টিকা দেয়া হবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫ ওয়ার্ডের ৭৫ কেন্দ্রে গণটিকা প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে ৩৫০ জনকে টিকা প্রদান করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংসযোগ কর্মকর্তা এসব তথ্য জানান।


তিনি আরো জানান, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পরিচালিত হতে যাওয়া বিশেষ টিকা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ৭৫টি কেন্দ্রে গণটিকা প্রদান করা হবে। আগামী ২৮ অক্টোবর টিকার ২য় ডোজ প্রদান করা হবে।


সবমিলিয়ে এই কার্যক্রমে দক্ষিণ সিটি করপোরেশন মোট ৫২ হাজার ৫০০ ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com