শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহতা রুখতে সমাবেশ
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:১১
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহতা রুখতে সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহতা রুখতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসন, পৌরসভা ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতর শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে।


এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেরা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। বক্তব্য রাখেন জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।


সভায় সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের অনুপ্রবেশ রুখতে এবং মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগরে কথা জানানো হয়।


এছাড়াও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।


বিবার্তা/আকঞ্জি/ ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com