শিরোনাম
লামায় মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব
প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ১৬:১৪
লামায় মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতি তাণ্ডব চালিয়ে ফসলি জমি ও কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করেছে। উপজেলার লামা সদর ইউনিয়নের পোয়াং পাড়া ও লারিঙ্গাঝিরি এলাকায় বৃহস্পতিবার ও শুক্রবার রাতে বন্যহাতি এ তাণ্ডব চালায়।


বন্যহাতির তাণ্ডবে বসতঘর ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন জানান, ধারণা করা হচ্ছে দলছুট হওয়ার কারণ ও খাদ্যাভাবে হাতিগুলো লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে। বর্তমানে হাতিগুলো ওই এলাকার পাহাড়ে অবস্থান করায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।


এদিকে ক্ষতিগ্রস্তদের বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়চার।


বিবার্তা/নুরুল/অনামিকা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com