শিরোনাম
বাবা বেচেন মদ, ছেলে গাঁজা
প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৭:১১
বাবা বেচেন মদ, ছেলে গাঁজা
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চোলাই মদ ও গাঁজাসহ চট্টগ্রামের শীর্ষ মাদক কারবারি আব্দুল মান্নান (৫৪) ও তার ছেলে মো. নোমানকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক কিনতে আসা আরো ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।


গ্রেফতার মান্নান চট্টগ্রামের শীর্ষ চোলাই মদ বিক্রেতা। আর তার ছেলে বিক্রি করেন গাঁজা। মান্নানের বিরুদ্ধে ১০টি ও ছেলে নোমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।


রবিবার দিনগত রাত তিনটায় (২৬ জুলাই) নগরীর ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতার বাকিরা হলেন- আল আমিন (৩০), মো. তাহের (২১), শহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৪) এবং মো. হানিফ (২৫)। একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


সোমবার (২৬ জুলাই) ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আব্দুল মান্নান সিএমপির তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তিনি মূলত চোলাই মদ বিক্রি করেন। এ কারণে তাকে সবাই মদ মান্নান নামেই জানে। তার ছেলে নোমান বিক্রি করেন গাঁজা।


ওসি আরো বলেন, বাবা-ছেলে এই লকডাউনে নিজ বাসাতেই মাদকের আসর বসিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ৩টায় ১নং সুপারীওয়ালাপাড়ার ফকির আহম্মদের বাড়িতে আব্দুল মান্নানের ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


গ্রেফতার ৮ জনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com