শিরোনাম
করোনায় জাবি শিক্ষকের মৃত্যু
প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১০:২৪
করোনায় জাবি শিক্ষকের মৃত্যু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণ ও অনুজিত বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নজিবুর রহমান (৫৩) মারা গেছেন।


সোমবার (২৫ জুলাই) ভোর রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের অধ্যাপক খবির উদ্দিন।


তিনি জানান, গত কয়েকদিন আগে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন প্রফেসর ড. নজিবুর রহমান। পরে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর রাতে তিনি মারা যান। সকালে বিশ্ববিদ্যালয়ে জানাযা শেষে তাকে গ্রামের বাড়ি চাঁপাইনবাগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।


জানা গেছে, প্রফেসর ড. নজিবুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২১ বছর ধরে শিক্ষকতা করতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশে সেনওয়ালীতে খাকেতেন।


বিবার্তা/শরিফুল/বিদ্যুৎ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com