শিরোনাম
বিয়ে বাড়িতে হঠাৎ উপস্থিত ম্যাজিস্ট্রেট
প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ২০:১১
বিয়ে বাড়িতে হঠাৎ উপস্থিত ম্যাজিস্ট্রেট
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে ভোলার দৌলতখান উপজেলার দুই বাড়িতে বিয়ের বউভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই পরিবারকে ১৫ হাজার টাকা জরিমানা করেন দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা।


রবিবার (২৫ জুলাই) দৌলতখান পৌরসভার ৬ নং ওয়ার্ডের জসিম উদ্দিন এবং উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাকির ভূইয়ার বাড়িতে আয়োজিহত বৌভাত অনুষ্ঠানে পৃথক অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সৈয়দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএস ভুট্টু তালুকদার ও দৌলতখান থানার এসআই কামাল হোসেন উপস্থিত ছিলেন।


ইউএনও মোহাম্মদ তারেক হাওলাদার জানান, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারিভাবে সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে ২ পরিবার বউভাত অনুষ্ঠানের আয়োজন করেছে। তাই তাদের জরিমানা করা হলো।


এ সময় তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহব্বান জানান।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com