শিরোনাম
বিনামূল্যে পাঁচ শতাধিক হতদরিদ্রকে চিকিৎসা দিলেন সজল কুমার
প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৬:০৬
বিনামূল্যে পাঁচ শতাধিক হতদরিদ্রকে চিকিৎসা দিলেন সজল কুমার
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন মাগুরা জেলার শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামের শ্রেয়ান ফার্মেসির স্বতাধিকারী সজল কুমার বিশ্বাস।


ছোটবেলা থেকেই তার মানুষের প্রতি সৌহার্দ্যপূর্ণ ও পরোপকারী মনোভাব ছিলো বলে জানান এলাকাবাসী।


স্থানীয়রা বলেন, করোনা প্রতিরোধে মাস্ক, থার্মোমিটার, খাবার স্যালাইন, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন উপকারী জিনিস বিতরণ করেছেন তিনি। পাশাপাশি যেকোনো সময় মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন।


উপকারভোগী রুনা আক্তার বলেন, কিছুদিন আগে আমার বাবা মারা গেলে লোকজন করোনা হয়েছে ভেবে কেউ তার পাশে যায়নি কিন্তু সজল দাদাকে দেখেছি সার্বক্ষণিক আমার বাবার পাশে থাকতে যা সত্যিই বিরল দৃষ্টান্ত।


নিজ প্রাণের মায়া ত্যাগ করে মানুষের পাশে দাঁড়ান কেন ? এমন প্রশ্নের জবাবে সজল কুমার বিশ্বাস বলেন, ২০০৮ সালে আমি সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরে মাস্টার্স এ পড়াশোনা করতাম তখন সেখানে একটি সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করবে যা একটি মহৎ গুণ। মূলত সেই কথায় উদ্ভুদ্ধ হয়েই আমি মানব সেবায় নিজেকে নিবেদিত রাখার চেষ্টা করি।


তিনি আরো বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই আমি এ সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/মনিরুল/অনামিকা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com