শিরোনাম
টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৯:১১
টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দোকান খোলা রাখা, বিনা কারণে ঘর থেকে বের হওয়া, মাস্ক পরিধান না করা এবং গৌর ঘোষের মিষ্টির দোকানে ঘির মেয়াদ না থাকার অভিযোগে এ জরিমানা করা হয়।


এছাড়াও মাইকিং করে লোকজনকে স্বাস্থ্যবিধি পালনে সকলকে সচেতন করা হয়।


টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান। গৌর ঘোষের দোকানে ঘির কোটায় মেয়াদ ছিলো না তাই ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় র‍্যাব ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/তোফাজ্জল/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com