শিরোনাম
টাকা উদ্ধারে চিন্তায় হার্ট অ্যাটাক, পাওনাদারের বাড়িতে মরদেহ রেখে প্রতিবাদ
প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৭:৫৭
টাকা উদ্ধারে চিন্তায় হার্ট অ্যাটাক, পাওনাদারের বাড়িতে মরদেহ রেখে প্রতিবাদ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে সুনীল দাস (৫৭) নামে এক লন্ড্রি ব্যবসায়ীর মরদেহ পাওনাদার মো. ইউসুফ মুসল্লির বসতবাড়ির সামনে রেখে প্রতিবাদ করেছেন তার স্বজনরা।


শনিবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে ইউসুফ মুসল্লির বাড়ির সামনে মরদেহ ফেলে রাখা হয়।


মৃত সুনীল দাসের স্ত্রী মাদুরী দাস অভিযোগ করে বলেন, আমার স্বামী একজন লন্ড্রি ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দা ইউসুফ মুসল্লির কাছ থেকে তিনি ১২ লাখ টাকায় তিন শতক জমি ক্রয় করেন। কিন্তু ইউসুফ মুসল্লি দীর্ঘ একযুগেও ওই জমি বুঝিয়ে দেননি। উপায় না পেয়ে আমার স্বামী সব টাকা ফেরত চান। কিন্তু ইউসুফ মুসল্লি টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন।


সুনীল দাসের ছোট ভাই পংকজ দাস বলেন, বড় ভাই সুনীল দাসের চিকিৎসার জন্য অল্প কিছু টাকাও আমরা চেয়েছিলাম, তাও পাইনি। যে কারণে টাকার অভাবে তার চিকিৎসাও করাতে পারিনি আমরা। ইউসুফ মুসল্লির কাছে পাওনা টাকার জন্য বহু দেনদরবার করা হয়েছে। এ নিয়ে স্থানীয়রা সালিসও করেছেন। কিন্তু ইউসুফ মুসল্লি টাকা ফেরত দেননি। এই টাকা নিয়ে দুশ্চিন্তা করতে করতে সুনীল দাস অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় শুক্রবার রাতে নিজের বসতঘরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।


খোঁজ নিয়ে জানা গেছে, সুনীল দাস মারা যাওয়ার পর তার নিকট আত্মীয়রা শনিবার সকাল ১০টার মরদেহ নিয়ে ইউসুফ মুসল্লির ঘরের সামনে এনে রেখে প্রতিবাদ করতে থাকেন। এ সময় আশপাশের শত শত মানুষ ভিড় করেন। দুপুরের পর সুনীল দাসের মরদেহ ইউসুফ মুসল্লির বাড়ির সামনে থেকে নিয়ে যান স্বজনরা


এ বিষয়ে ইউসুফ মুসল্লি বলেন, এর আগে সুনীল দাসকে ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি টাকাও তাকে ফেরত দেওয়া হবে। আর আমি পালিয়ে যাইনি। এক আত্মীয়ের বাড়িতে আছি।


এদিকে খবর পেয়ে মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।


তিনি বলেন, ইউসুফ মুসল্লি ও তার পরিবারের লোকজনকে বাড়িতে পাওয়া যায়নি। তারা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে শুনেছি। সুনীল দাসের পরিবারকে মরদেহ সৎকার করার জন্য বলা হয়েছে। আর পাওনা টাকা আদায় করে দেওয়া হবে।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com