শিরোনাম
কঠোর লকডাউনেও রাজধানীর পাড়া-মহল্লায় আড্ডা
প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৪:৩১
কঠোর লকডাউনেও রাজধানীর পাড়া-মহল্লায় আড্ডা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কঠোর লকডাউনের প্রথমদিন রাজধানীর প্রধান সড়কগুলো ফাঁকা থাকলেও পাড়া-মহল্লায় চায়ের দোকানে চলছে মানুষের আড্ডা। বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। কাছে নেই স্যানিটাইজার। বিভিন্ন অজুহাতে এসব মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন।


শুক্রবার (২৩ জুলাই) রাজধানীর আদাবর, মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।


সড়কে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, করোনাভাইরাসের বিষয়ে মানুষ এখনো অনেকটাই উদাসীন। আবার অনেকে এখনো বিশ্বাসই করতে চান না ভাইরাসটির ভয়াবহতা।


রাজধানীর শেখেরটেক ২ নম্বর রোডের পশ্চিম মাথায় চায়ের দোকানগুলো খোলা রাখা হয়েছে। সেখানে মুখে মাস্ক না পরা লোকজন আড্ডা দিচ্ছেন। দল বেঁধে চা পান করছেন।


তবে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া শেখেরটেক ২ নম্বর রোডের বাসিন্দা ই-কমার্স ব্যবসায়ী অপু রায়হান বলেন, পাড়া মহল্লায় লকডাউন কেউ মানে না, মানুষ উদাসীন। মহল্লায় অনেক দোকানপাট খোলা রাখেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। স্থানীয়ভাবে রাজনৈতিক নেতারা সচেতন করলে হয়তো বিধিনিষেধ কার্যকর করা যেতে পারে।


মোহাম্মদপুর শিয়া মসজিদের কাছে দায়িত্ব পালনকারী আদাবর থানার এসআই মো. নওশের আলী বলেন, নানা অজুহাতে অনেকেই বের হয়েছেন। মূল সড়কে আমরা নজর রাখতে পারছি। কিন্তু অলি-গলিতে কীভাবে বিধিনিষেধ পালনে বাধ্য করা সম্ভব? মানুষ তো উদাসীন।


রাজধানীর মোহাম্মদপুর এলাকার মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের ভেতরের বিভিন্ন গলি, নবোদয় হাইজংয়ের বিভিন্ন গলি, আদাবর ও কৃষি মার্কেট এলাকার বিভিন্ন গলিসহ এসব এলাকার বিভিন্ন গলিতে আড্ডা দিতে দেখা গেছে দুপুর ১২টা পর্যন্ত। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকার অলি-গলিতে একই অবস্থা দেখা গেছে।


বিবার্তা/বিআর/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com