শিরোনাম
করোনায় মারা গেলেন নাট্যশিল্পী মৌসুমী
প্রকাশ : ২০ জুলাই ২০২১, ১৮:৫৭
করোনায় মারা গেলেন নাট্যশিল্পী মৌসুমী
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজার শ্রীমঙ্গলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আট মাসের অন্তঃসত্ত্বা নাট্যশিল্পী মৌসুমী নাগ (৩৬)। মঙ্গলবার (১৯ জুলাই) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে মারা যান তিনি।


মৌসুমী শ্রীমঙ্গল থিয়েটারের নাট্য সম্পাদক ও একটি আবৃত্তি স্কুলে শিক্ষকতা করতেন। মৃত্যুকালে তিনি স্বামী ও ৯ বছরের এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


গত ৮ জুলাই তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে বাসায় রেখে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গত ১৫ জুলাই তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনার নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।


তার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, উপাধ্যক্ষ ডা. মো. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন থেকে শোক জানানো হয়।


স্বাস্থ্যবিধি মেনে উপজেলা সৎকার কমিটি দুপুরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করে।


বিবার্তা/কাউছার/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com