শিরোনাম
চারঘাটে মৎস্যজীবীদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
প্রকাশ : ২৪ জুন ২০২১, ২২:২৫
চারঘাটে মৎস্যজীবীদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর চারঘাটে ২৫ জন মৎস্যজীবীদের মাঝে ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২৪ জুন) উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে ১৭ জন মৎস্যজীবীকে ভ্যান ও ৮ জন মৎস্যজীবী’র স্ত্রীকে সেলাই মেশিন দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফকরুল ইসলাম।


বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিতে হবে। করোনাকালীন সময়ে ভ্যান ও সেলাই মেশিন দিয়ে অসহায় এই জেলে পরিবার গুলো ভ্যান ও সেলাই মেশিনে কাজ করে আয় করতে পারবে। এ সময় জেলেদের সকল প্রকার সরকারি নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানানো হয়।


উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল্লাহ মোল্লার সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র একরামুল হক, জেলা মৎস কর্মকর্তা অলোক কুমার সাহা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী মাহফুজুর রহমান প্রমুখ।


বিবার্তা/সোয়েব/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com