শিরোনাম
সিআইডি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে দল নেতা আটক
প্রকাশ : ১৪ জুন ২০২১, ২১:০৫
সিআইডি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে দল নেতা আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী খন্দকার সাইফুল আলম পিন্টুর বাড়িতে রবিবার রাতে ঢুকে পিন্টু'র বাবা মোঃ হারিজ খন্দকারকে একদল ডাকাত সিআইডি পরিচয় দেন।


সাইফুল আলম পিন্টু তখন ঢাকা ছিলেন।তখন পিন্টু বাবার নিকট পিন্টু'র আয়ের উৎস জানতে চান তারা।বাড়িতে অবৈধভাবে তল্লাশি চালায় এতে সিআইডি পরিচয় সন্দেহ হলে বাড়ি থেকে পিন্টু'র আম্মা ঢাকায় ফোন করেন।


তখন পিন্টু তাদের আটক করার জন্য ভাই ভাতিজা সকলকে বলেন। তখন সিআইডির একজনকে আটক করতে সক্ষম হয় পরিবারের সদস্যরা। অন্যরা পালিয়ে যায়। গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম এ মান্নান জাহাঙ্গীর ও কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল কাওসার ভূঁইয়া জীবনের সহযোগিতায় আটক ব্যক্তিকে কসবা থানায় সোপর্দ করেন।


জানা যায়, সিআইডি নয় সে একজন সক্রিয় ডাকাত দলের সদস্য, তার নাম শামীম মিয়া, গ্রাম হাতুরা বাড়ি, কসবা।কসবা থানায় এর নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে।


কসবা থানার ওসি আলমগীর ভূ্ইয়া এ বিষয়ে নিশ্চিত হয়ে, তাকে জেল হাজতে প্রেরণ করেন এবং আদালতে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।


বিবার্তা/নিয়ামুল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com