শিরোনাম
হিলি ইমিগ্রেশন পরির্দশন করলেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন
প্রকাশ : ১৭ মে ২০২১, ১৬:৪৫
হিলি ইমিগ্রেশন পরির্দশন করলেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে আটকে থাকা বাংলাদেশী যাত্রী ও ভারতীয় ট্রাক ড্রাইভারদের সেবা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মী, ইমিগ্রেশন কর্মকর্তা ও স্থানীয়রা যাতে করোনা সংক্রমিত না হয় সে বিষয়টি নিশ্চিত করতে সীমান্তের জিরো পয়েন্ট, হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট, আবাসিক হোটেল, স্থলবন্দর পরির্দশন করেছেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।


সোমবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম পরির্দশনে আসেন। এসময় এখানে কর্মরত সবার সাথে মতবিনিময় করেন তারা। টিমের অনন্যে সদস্যরা হলেন দিনাজপুর পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমিন। এছাড়াও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, ভারতে আটকে পরা যাত্রীরা বাংলাদেশে প্রবেশের ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছি। ইতিমধ্যে ভারত ফেরত যাত্রীদের জন্য হিলি ইমিগ্রেশনে মেডিকেল টিম, এ্যাম্বুলেন্স, যাত্রীদের কোয়ারান্টাইন এ রাখার জন্য আবাসিক হোটেল নিশ্চিত করা হয়েছে। ইমিগ্রেশন এলাকায় কর্মরত স্বাস্থ্যসেবী, ইমিগ্রেশনপুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মচারী-কর্মকর্তা কাজ করার সময় অবশ্যই স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিতে তারা যেনো সচেতন থাকে সে বিষয়ে তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও স্থলবন্দরে ভারতীয় ট্রাক ড্রাইভারদের কঠোর ভাবে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করে যাচ্ছি আমরা।


বিবার্তা/রব্বানী/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com