শিরোনাম
কুষ্টিয়ায় ইনু
করোনা, দুর্নীতি, জঙ্গিবাদ নির্মূল হলেই এগিয়ে যাবে বাংলাদেশ
প্রকাশ : ১১ মে ২০২১, ১৭:৩৬
করোনা, দুর্নীতি, জঙ্গিবাদ নির্মূল হলেই এগিয়ে যাবে বাংলাদেশ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের উন্নয়নের ধারা অবহ্যাত রাখতে করোনা, দুর্নীতি, জঙ্গিবাদ ধ্বংস ও নির্মূল করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।


তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে করোনা, দুর্নীতি, জঙ্গিবাদ এই তিন ভাইরাসকে ধ্বংস ও নির্মূল করতে পারলেই আরো সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ।


মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা হাইস্কুল মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এবং করোনায় কর্মহীন, অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।


এসময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল ও জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় শেখ হাসিনার সরকার আন্তরিক তবে তাকে নিয়ে রাজনীতি করছে বিএনপি নেতৃবৃন্দ।


বিবার্তা/শরীফুল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com