শিরোনাম
খাগড়াছড়িতে ৫২টি মসজিদ ও এতিমখানায় জেলা পরিষদের অর্থ বিতরণ
প্রকাশ : ১০ মে ২০২১, ১৯:১৪
খাগড়াছড়িতে ৫২টি মসজিদ ও এতিমখানায় জেলা পরিষদের অর্থ বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫২টি মসজিদ ও এতিমখানায় নগদ অর্থ উপহার দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।


সোমবার (১০ মে) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাঙ্গনে এ নগদ অর্থ তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।


খাগড়াছড়ির বিভিন্ন মসজিদের ইমামসহ এতিমখানার দায়িত্বরতদের হাতে প্রতি বছরের মত এবারও নগদ এই অর্থ তুলে দেয়া হয়। এতে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা,প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ,জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ পরিষদ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, ধর্ম যার যার উৎসব সবার। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদ এর পক্ষ থেকে ইমামসহ দায়িত্বরতদের সম্মানীস্বরূপ এ উপহার দেয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সেবামুলক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে এসময় তিনি জানান।


বিবার্তা/মামুন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com