শিরোনাম
মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে সেনাবাহিনী
প্রকাশ : ০৯ মে ২০২১, ২২:১৪
মানবিক সহায়তা নিয়ে অসহায়দের পাশে সেনাবাহিনী
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অসহায় দুস্থ ও কর্মহীন ২২০ পরিবার এর মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন।


রবিবার (৯ মে) সকালে খাগড়াছড়ি স্টেডিয়াম মাঠে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।


খাদ্য সহায়তার মধ্যে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তৈল, আধা কেজি লবন, ১ কেজি চিনি, ১ টি সাবানসহ বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করে।


এসব খাদ্য সামগ্রী তুলে দেন, খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর মো: সুলতান মাহমুদ শেখ ও এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক।


করোনা মোকাবেলায় দেশব্যাপী সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে এবং দেশের সংকটময় মুহূর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনী।


বিবার্তা/মামুন/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com