শিরোনাম
ঝিনাইদহে সাড়ে ৬ মাস পর স্বস্তির বৃষ্টি
প্রকাশ : ০৯ মে ২০২১, ১৭:১৭
ঝিনাইদহে সাড়ে ৬ মাস পর স্বস্তির বৃষ্টি
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ সাড়ে ৬ মাস পর ঝিনাইদহে স্বস্তির বৃষ্টি হয়েছে। রবিবার (৯ মে)বেলা ১২ টার দিকে প্রথমে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। এর পর হালকা বাতাসের সঙ্গে সঙ্গে ধূলিঝড় ও বৃষ্টি শুরু হয়।


বেলা ১২ টা থেকে শুরু করে দুপুর ১ টা পর্যন্ত বৃষ্টি হয়। প্রায় ১ ঘণ্টা বৃষ্টির হওয়ার ফলে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। বৃষ্টির কারণে ঈদের কেনা-কাটায় কিছুটা বিঘ্ন ঘটলেও পরিবেশ ঠান্ডা হওয়ায় রোজাদারসহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।


শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকার ব্যবসায়ী সোবাহান উদ্দিন বলেন, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল জনজীবন। ভ্যাপসা গরমে দিশেহারা মানুষ বৃষ্টির জন্য প্রার্থনায় বসেছিল। অল্প সময়ের জন্য হলেও এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনেছে।


শহরের আদর্শপাড়ার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, দীর্ঘদিন পরে হলেও বৃষ্টিতে স্বস্তি পেয়েছে মানুষ। এই বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কমে গেছে। এর ফলে রোজাদার কিছুটা হলেও উপসম হয়েছে।


বিবার্তা/কোরবান/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com